• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন

কেয়া পায়েলের নতুন অর্জন, মুগ্ধ হয়ে যা বললেন

রিপোর্টারের নাম / ২ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন

নাটকের বর্তমান প্রজন্মের অভিনেত্রী কেয়া পায়েল। শুরুটা মডেলিং দিয়ে হলেও, অভিনয়েই পরিচিতি পেয়েছেন তিনি। বেশ পাকাপোক্ত একটি অবস্থান তৈরি করেছেন নাটকে। তবে অন্য অভিনয়শিল্পীদের মতো তাকে এখনও ওটিটি কনটেন্টে দেখা যায়নি।

এদিকে ক্যারিয়ারের শুরুতেই একটি সিনেমায় অভিনয় করলেও, এরপর আর সিনেমা করেননি তিনি। নাটকেই থিতু হয়েছেন। অভিনয়ের পাশাপাশি লেখাপড়ায় বেশ মনোযোগী এ অভিনেত্রী। সম্প্রতি আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। পাশাপাশি নিজের ব্যবসা প্রতিষ্ঠানেও সময় দিচ্ছেন। অভিনয়, পড়ালেখা ও ব্যবসা সবকিছুই সামলে নিচ্ছেন সমানতালে। তাতে কোনো ক্লান্তি নেই তার। পরিবারের ইচ্ছা পুরণেই সম্মানের সঙ্গে স্নাতক সম্পন্ন করলেও, পায়েল অভিনয়কেই প্রাধান্য দিচ্ছেন বেশি।

তিনি বলেন, ‘আমার পরিবারের সবসময় ইচ্ছা ছিল আমি অভিনয়ে নিয়মিত হই বা না হই, পড়ালেখা যেন ঠিকঠাক মতো করে যাই। বিশেষ করে আম্মু সবসমই এটাই চাইতেন। তিনি অনেক সাহায্য করেছেন আমাকে। শুটিং শেষ করে যেটুকু সময় পেয়েছি, সেটুকু পড়াশোনাতেই দিয়েছি। অবশেষে এলএলবি সম্পন্ন করতে পেরেছি, আমার এ অর্জনে আমি অনেক আনন্দিত।’

এদিকে অভিনয় প্রসঙ্গে পায়েল বলেন, ‘নাটকে অভিনয় করে আমি পরিচিত পেয়েছি। অভিনয় আমার ভালোবাসার জায়গা। এটাকে আমি প্রাধান্য দিয়ে থাকি সবসময়।  তাই নাটকে আমি বেশি ডেডিকেটেড।’

ওটিটিতে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘অবশ্যই কাজ করব। তবে শুধু করার জন্য কিংবা করতে হবে এজন্য কোনো কাজ করতে চাই না। করলে একটাই করব, ভালো কিছু করব। যে গল্প কিংবা চরিত্রের অভিনয় দেখে দর্শক বলবে, এতদিন নাটকে যে পায়েলকে দেখেছি, সেখান থেকে এই পায়েল একদমই ভিন্ন। সিনেমার বেলায়ও আমি একই কথা বলব। প্রস্তাব অনেক আসে, কিন্তু যেরকম গল্প ও চরিত্র চাই সেরকম কিছু পাচ্ছি না।’

এদিকে অভিনেত্রী এখন ব্যস্ত ঈদের নাটকের কাজ নিয়ে। ইতোমধ্যেই কাজ শুরু করেছেন ঈদের নাটকের। এবারের ঈদেও মুক্তি পাবে তার একাধিক নাটক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *