বন্ধুরা, তোমাদের আজ একটি পাখির সঙ্গে পরিচয় করিয়ে দেব। এই পাখিটির আছে উজ্জ্বল গোলাপি রঙের পালক এবং লম্বা দুটি পা। এর ঘাড় কেমন জান? ইংরেজি ‘এস’ অক্ষরের মতো। এই পাখিটি তার ঘাড়ের জন্য খুব বিখ্যাত, বলতে পারো বিশ্বব্যাপী পরিচিত। তোমরা কি পাখিটির নাম জান? না জানলে সমস্যা নেই, আমিই বলে দিচ্ছি। এই পাখির নাম ফ্লেমিংগো।