সকাল ৮টা। মফস্বল শহরের চারপাশের চিত্রটা বদলাতে সময় লাগলো কেবল এক পায়ের মতো। খানিক আগেও একেবারেই ছিমছাম শহরটা এখন চায়ের রাজধানী। শ্রীমঙ্গল শহরের কলেজ রোড ধরে যখন এগুচ্ছি ভাড়াউড়া চা বাগানের দিকে, তখন চারপাশ বদলাতে ওইটুক সময়ই যথেষ্ট। আমার সঙ্গে ছিলেন শ্রীমঙ্গলের স্থানীয় এক তরুণ। তার মুখের মুচকি হাসি যেন বলতে চাইলো এ তো কেবল শুরু। এই স্থানীয় ব্যক্তিটি বর্তমানে প্রবাসী। ক্যাম্পাস জীবন থেকেই তার সঙ্গে দারুণ সখ্যতা। তিনি দেশে আসছেন, সেই সুবাদেই বললেন, শ্রীমঙ্গল যেতে। যাত্রার শুরুটা ওই আহ্বান থেকে। ঢাকা থেকে যাত্রা একাকী হলেও সেখানে আরও ৩ জন সঙ্গী জুটেছিল। দুজন সেখানকার। আর একজন যোগ দিয়েছিলেন কেবল শনিবারের ভ্রমণে।